//বিরোধ সমাজে স্তম্ভ//


বিরোধী শক্তি বিরোধ করেছে
বিরোধ করাই কাজ
পুঁথিগত মানে সেটাই তো হয়
সাজে পুঁথিগত সাজ।


গঠন শক্তি না হতে পারলে
বিরোধ করেই মান
গঠনমূলক বিরোধ না হলে
বিরোধেই স্থায়ী স্থান।


ভোটে জিতলেই গঠনশক্তি
পরাজিত হলে নয়
জিত না পেয়েও গঠনশক্তি
সহজেই পাওয়া যায়।


বিরোধে বসলে, শুধু কি বিরোধ!
সমর্থন কি নয়!
অতি দামী এই প্রশ্ন উঠছে
জবাব কি সংশয়!


আসনে বিরোধ, শাসনে বিরোধ
খাদ্যেরও হয় বিরোধ
বিরোধ এর থাকা খুব প্রয়োজন
এ যে নয় প্রতিশোধ।


বিরোধ কি শোধবোধের বিষয়!
ক্ষমতার লোভে অন্ধ!
তাই যদি হয়, বিরোধ পাবেই
প্রতি পদে প্রতিবন্ধ।


বিরোধ মন্দ! কখনোই নয়
বিরোধ সমাজে স্তম্ভ
বিরোধী শক্তি যদি মুছে যায়
স্বৈরশাসন আরম্ভ।


সুবীর সেনগুপ্ত