আমার বিষাদে তুমি ভুগবে না
কথাটা তো খুব সত্য
ঠিক তেমনই আমি জানব না
তোমার বিষাদে ভক্তি|


প্রকৃত কারণে আসবে বিষাদ
এটাই তো ভবিতব্য
জড়িয়ে পড়লে বিষাদে, গড়বে
বিষাদের মহাকাব্য|


কি পরিস্থিতি হবে যে গঠন
কখন কোথায় কে জানে!
এসে যেতে পারে বিষাদের স্বাদ
তোমার আমার পরানে|


দূরে ঠেলে দিতে হবেই বিষাদ
মনটাকে করে শক্ত
এ কাজ খুব যে কঠিন তা নয়
কামনা কোরোনা সিক্ত|


যারা ভালবেসে ফেলেছে বিষাদ
তাদের কারণ চাই না
পাচ্ছে কি তারা বিষাদে হর্ষ!
নাহলে এমন হয় না|


বিষাদে ভোগেনি আছে সন্ধানে!
খুঁজলেই আরো ভুগবে
বিষাদে পড়েও আছে আনন্দে
খুঁজলেই পেয়ে যাবে|


বিষাদ, হর্ষ আসবে ও যাবে
সাধারণ এক ঘটনা
কোনোটাই হতে পারেনাও স্থায়ী
বন্ধুও হতে পারে না|


কেন বিষাদকে দেব সন্মান!
কেনই ভুগবো অযথা!
আসলে আসুক, রাখো এক কোণে
দূরে যাবে মাথাব্যথা|