//বিষাদের রঙ জানা প্রয়োজন//


না ডাকতেই বিষাদ এসেছে
এসেছে যখন নিতেও হয়েছে
নিয়েছি, তাই তো রাখতে হয়েছে
রাখা মানেই তো মাখতে হয়েছে।


বিষাদ মেখেছি, কেমন লাগছে
কেউ কেউ সেটা জানতে চাইছে
মনের সহিত কলহ চলছে
কলহ হলেও বিষাদ থাকছে।


কেউ কেউ কেন জানতে চাইছে
না জেনে কি তাঁরা দুঃখেই আছে
সেটাও জানার ইচ্ছে হয়েছে
ভাবনায় সেই ইচ্ছে ঘুরছে।


বিষাদ এসেছে, আমি তো নিয়েছি
যত্ন করেই বিষাদ রেখেছি
ভাগ করব না, তাও তো ভেবেছি
জানালেই, ভাগ হবে তা বুঝেছি।


জানতে চেয়েছ, তাই জানাচ্ছি
যেটা অনুভবে, সেটাই আনছি
প্রথম প্রতিক্রিয়াতে বলছি
বিষাদ পেয়েই অবাক হয়েছি।


অবাক হলেও, নিয়েই নিয়েছি
নিয়েছি, তাই তো গভীরে ঢুকেছি
কোথা থেকে এলো জানতে চেয়েছি
কেন এলো সেটা বুঝতে চেয়েছি।


উৎসস্থল জানতে পেরেছি
কারণ জানিনি, স্বীকার করছি
জানিনি বলেই ভুল কি করছি
আসলে, কারণ নেই তা জেনেছি।


এসব জেনে কি রাগে ডুবে গেছি
রাগ হলেও তা দমন করেছি
বিষাদ থেকেই কিছু তো পেয়েছি
যা আনন্দে নেই তা জেনেছি।


সুবীর সেনগুপ্ত