কত বিশ্বাস উজাড় করে দিয়েছি
সমপরিমাণ এসেছে আমার কাছে
দুই বিশ্বাস দিয়ে ভালবাসা গড়েছি|


দীর্ঘ পথেই ক্লন্তিবিহীন হেঁটেছি
একটিবারের জন্য ছাড়িনি হাত
নীরবতা দিয়ে একে অপরকে ঢেকেছি|


স্বাধীনতা নিয়ে দুজনেই ক্ষেপে উঠেছি
প্রতিযোগীতার সে এক নিদর্শন  
দুজনে হেরেছি, হেরেও কিন্তু জিতেছি|


সংযম নিয়ে একসাথে খেলা করেছি
যে খেলায় ছিল জয়-পরাজয় গৌণ
অধীর না হয়ে খেলাকেও থামিয়েছি|


সময় দিয়েই পরষ্পরকে বেঁধেছি
সে বাঁধনে ছিল শুধু প্রেম নিবেদন
অপলক চোখে প্রেমের স্বরূপ দেখেছি|


জড়তা হারিয়ে সরলতা নিয়ে হেসেছি
সেই হাসিতেই ছেয়েছিল তন-মন
আর হাসি থেকে স্বীকারোক্তিও পেয়েছি|


প্রতিকামনা ও কামনাকে সাথী করেছি
যুগ্ম কামনা সৃষ্টি করেছে বন্ধন
বিশ্বাসে ছিল বন্ধন, জড়িয়ে ধরেছি|