কেউ ভালবাসে সংখ্যার খেলা
আর কারো খেলা, নিয়েই শব্দ
তাই তো জীবন, বিবিধ হয়েছে
মন যেটা চায়, তাতেই জব্দ|


আরো কত খেলা, জীবনের মাঝে
রান্নার খেলা, বাগানের খেলা
অনেক লেখাতে, শেষ হবে না তো
খেলাই ভাসায়, জীবনের ভেলা|


শুধু খেললেই, খেলা তো হবে না
নেশাও ধরাতে হবেই খেলাতে
এ নেশাই হল, জীবনে প্রেরণা
উপভোগ হবে, খেলতে খেলতে|


এক খেলা নিয়ে, এ জীবন নয়
হবেই অনেক, খেলাও খেলতে
সকলেই সেটা, করতেও থাকে
অর্থ যে চাই, জীবন চালাতে|


অনেক খেলার, হয় অবসান
তখন কি আর, খেলবে না কেউ!
বিশেষ খেলার, তখনি তো শুরু
অবসরে খেলা, তুলবেই ঢেউ|


অবসরে, এই খেলাই যে ভিত
খেললেই হবে, জীবন রম্য
শেষ দিনগুলো, পাবেও শান্তি
অবসরে, এই খেলাই ধর্ম|


সাধারণ খেলা, রুটীন ধরেই
বেঁচে থাকবার, মুখ্য রশদ
এ সব খেলার, শেষে যে সময়
বিশেষ খেলাই, তাতে পায় পথ|


বিশেষ খেলাটা, রুটীন তো নয়
কোনো একদিন, নাও হতে পারে
তবে ক্ষতি নেই, এ খেলাতো নেশা
সময় পেলেই, খেলার ভিতরে|


কেউ সংখ্যায়, এতই ব্যস্ত
বিশেষ খেলাটা, তার কাছে আয়
কেউ তো শব্দ, জড়িয়ে জড়িয়ে
ব্যস্তই থাকে, শুধুই খেলায়|


যারাই শেখেনি, বিশেষ খেলাটা
যৌবনে যার, অনুভূতি নেই
সেই অনুভূতি, আসে অবসরে
তখন শিখতে, পারেনা সেটাই|


এ খেলাই হলো, জীবনের শখ
যাতে ভাললাগা, কভু হারায় না
সময়ের ধারা, প্রবাহিত হয়
এ খেলাই আনে, সুস্থ ভাবনা|


জীবনের শখ