//বিশ্বাস করে শান্তি কি পাব!//


বিশ্বাস করে হবেই না লাল কখনো নীল
বিশ্বাস করে একটি মাছিও হবে না চিল
বিশ্বাস করে একটি ঘন্টা হবে কি দুই!
হবে না, তবুও বিশ্বাস নিয়ে কেন ঘুমোই!


বিশ্বাস ধরে কাউকে কি সাজা দেওয়া যায়!
বিশ্বাস দিয়ে মন্দ কি ভালো হয়ে যায়!
কোনো বিশ্বাস পারে না অভাব সরাতে
তাও তো আমরা বিশ্বাস নিয়ে থাকি মেতে।


বিশ্বাস মানে অবাস্তবকে মেনে নেওয়া
বিশ্বাস করে বাস্তবেরও পিছু ধাওয়া
বিশ্বাস শুধু নয় এক রূপে উপস্থিত
বিশ্বাস করে ক্ষতি হয় বেশী এ নিশ্চিত।


বিশ্বাস নয় ভালো থাকবার এক উপায়
বিশ্বাস করে হাহুতাশে মন ভরতে হয়
বিশ্বাস করে ভালো যে হয় না, বলছি না
কেন মনে হয় বিশ্বাস করা উচিৎ না!


উচিৎ কিংবা অনুচিত, করে যাই বিশ্বাস
আশার পূরণে হয়ে যাই বিশ্বাসের দাস
বিশ্বাস করে প্রতারিত হয়ে মাথায় হাত
ছাড়তে পারি না তবুও বিশ্বাসের সাথ।


অবাস্তবকে বিশ্বাস করে থাকা যায়
এই বিশ্বাসে মন দুর্বল হয়ে যায়
বিশ্বাস করে নিজেই নিজের হানিতে
তথাপি এ মন বিশ্বাস নিয়ে ঘানিতে।


সুবীর সেনগুপ্ত