অভিবাদনের, আছে নাকি প্রয়োজন!
তুমি আসবেই, করতে আমাকে স্পর্শ
দেখতেও পাবে, দৃষ্টিতে অভিবাদন|


তুমি নও কোনো, বিজয়ী দলের সভ্য
তুমি তো সহজ, সাধারণ ভালবাসা
গড়বই কেন, অভিবাদনের কাব্য!


বিষয়ে বিশেষ, হলেই অভিবাদন
আমরা তা নই, দুজনেই জানি এ কথা
অভিবাদনের, উপরে দিয়েছি আবরণ|


তুমি আর আমি, যে ভালবাসাকে গড়েছি
অভিবাদনের, তাতে নেই কোনো স্থান
মিলব মিশব, তার সংকল্প যে করেছি|


তুমি প্রিয়তমা, আমি প্রিয়তম আজ
এই সম্পর্ক, দৃঢ় বন্ধনের বিশ্বাস
এতে কেন চাই, অভিবাদনের সাজ|


তুমি তপনের আলো, আর আমি তাপ
পরিপূরকের, বিশাল উদহারণ
অভিবাদনের, খুঁজেও পাই না ছাপ|


অভিবাদন আর, আমন্ত্রণের হাত
ধরতে পারিনি, না পেরেছি আমি বুঝতে
তুমিও তো তাই, গড়তে দাওনি প্রতিঘাত|

না অভিবাদন, না কোনো অভিনন্দন
বলব তো শুধু, এস আর পাশে বসো
আচার বিচার গুরুত্বহীন দর্পন|


বিশ্বাস নেই অভিবাদনের সাজ-এ