//বজ্রপাতের সাথে ইতিবাচকের যোগ//


বিনামেঘে বজ্রপাত
এ কী অভিশম্পাত!
সব সময় কী তাই!
খুলে কি গেল বরাত!


বিনামেঘে বজ্রপাত
হয়ে গেলে দিনে রাতে
ক্ষয় ক্ষতি দেখা দেবে
ধরণীর আঙিনাতে।


বিনামেঘে বজ্রপাত
অশনির সংঘাত
সামলানো বড় দায়
মন ভরে অবসাদ।


বিনামেঘে বজ্রপাত
সামনে অতল খাদ
অনিশ্চয়তা নিয়ে
মাখামাখি বিস্বাদ।


বিনামেঘে বজ্রপাত
শুধু কি নেতিবাচক!
আছেও ইতিবাচক
তাই খুঁজে ফেরে চোখ।


বজ্রপাতের সাথে
ইতিবাচকের যোগ!
তা কী হয়! ভাবি তাই
হয়েছে তো সংযোগ।


বজ্রপাতের মতো
তুমি এসে দেখা দিলে
কোত্থাও মেঘ নেই
বিনামেঘে খুশী দিলে।


বিনামেঘে বজ্রপাত
এমন অনেক হয়
বজ্রপাতের থেকে
লাভ এসে দেখা দেয়।


সুবীর সেনগুপ্ত