//বলা - বেশী নাকি কম!//


সবাই বলছে কিছু না কিছুই
বলার জন্য লাগে না যে দম
কেউ কেউ বলে খুব বেশী বেশী
আর কেউ কেউ বলে কম কম।


বলার অঙ্গ সে তো শুধু মুখ
সকলের আছে ব্যস একটাই
সেই মুখ দিয়ে কারো বেশী কথা
আর কেউ কেউ কথা মাপবেই।


বলছি এখানে বলছি ওখানে
যে যেখানে পারি বলেই যাচ্ছি
যারা বেশী বলি, থামতে চাই না
যারা কম দলে, মৌন থাকছি।


সামনা সামনি হলেই তো বলা
এ নিয়ম ছিল পূরাতন যুগে
আজ দূরে বসে বলছি সবাই
ডুবছি বলার নতূন সুযোগে।


যে যত বলবে, তার তত দাম
জোর দিয়ে বলা, হয় আরও দামী
বলাতে কারণ থাক বা না থাক
হুমকিতে বলা, হয়ে যায় নামী।


চুপ করে থেকে কাজ যে হয় না
তাই তো বলার খুব প্রয়োজন
ঠিক ঠাক বলা শিখতে পারলে
আটকানো যাবে ভুলের পতন।


সুবীর সেনগুপ্ত