বলতে চাইনি, তাই তো বলিনি
ভুলটা কোথায়! সেটাও মানিনি
ইচ্ছা আমার, তোমার তো নয়
ইচ্ছা পূরণ করতে কি ভয়|


বলার ইচ্ছা হলেই বলব
জানালেই মত, তাও তো শুনব
মন্তব্যের হলে প্রয়োজন
দ্বিধায় না গিয়ে, সেটাও ধরব|


ঢাকব না কথা, যেটা মনে আসে
প্রতিক্রিয়াতে দুলব না ত্রাসে
বলছি সত্য, ভয় কেন হবে!
কেউ না থাকলে, না থাকুক পাশে|


বলছি তো কথা, ছুঁড়ছি না তীর
পাচ্ছ কি ব্যথা! হয়ো না অধীর
তোমার ব্যথাই করছে প্রমান
যা বলেছি তাতে নেই অনুমান|


অস্বস্তিকে চাই না পুষতে
কোনো অবসাদে চাই না ভুগতে
সংকল্পের সাথেই বলব
প্রতিবাদ করো, বুঝিয়েও দেবো|


লুকিয়ে লুকিয়ে কোথায় রাখব!
কথার বোঝায় কেনই ঝুঁকব!
এই মনটাকে রেখেছিও খালি
জীবন হয়েছে শান্তির ডালি|