//বলার থেকে করাই ভালো//


বলার থেকে করাই ভালো
এতো জানাই জানা
তৎসত্বেও কথাই বেশী
করার বেলায় মানা।


বলার থেকে করাও কঠিন
এটাই সবার জ্ঞানে
কঠিন নিতে কে চায়, বলো!
সহজটাকেই টানে।


বলার থেকে করাই শ্রেয়
এটাও সবাই মানে
মানার পরেও, বলেই বেশী
যায় না তো কারণে।


বলার থেকে করাই দামী
করেই যে হয় সফল
তাও যে কেন বলতেই থাকে!
হারায় সফল দল।


বলার থেকে করাই কাম্য
বুঝতে বাকী নেই
শুধুই বুঝে ভরবে না পেট
করাতে মন চাই।


বলার থেকে করায় আলো
সেটাই ধরে মনে
বলে বলেই দেখাতে চায়ও
বলাই শ্রেষ্ঠ স্থানে।


বলার থেকে করাই শান্তি
সেটাও আছে ভাবে
অধিক বলেই শান্তি হারায়
সেটাই ভাবতে হবে।


বলার থেকে করাই উচিৎ
মানলে পরে, করো
আর না মানলে, বাচাল হয়ে
কথায় বাজী মারো।


সুবীর সেনগুপ্ত