'দীর্ঘ দিনের শেষে' বলি কেন কে জানে!
সবাই বলছে, তাই আমাকেও দল টানে
কি করে যে হয় এক একটা দিন দীর্ঘ দিন!
বুঝিনা বলেই, সহজ মাথায় বাজেই বিণ|


দিন বানাইনি, সবাই পাচ্ছি দিনের স্বাদ
কার ভাগে কত, এই নিয়ে নেই কোনো বিবাদ
বিকশিত হবে দিন স্বততঃই পরানে
দিন যে যায় না পক্ষপাতের ধরণে|


দিন ছোট বড় অল্প কিছু তো হয়ে যায়
এমন হওয়াকে দীর্ঘ দিন কি বলা যায়!
বিশ্ব প্রকৃতি যে নিয়মে খেলা খেলছে
সেই নিয়মেই দিন রাত গড়ে উঠছে|


মানুষ পারেনা করতে দিনকে দীর্ঘ
যে দিন যেমন, তাতে ভরে আছে স্বর্গ
প্রত্যেকদিন দিনে করতে হয় পরিশ্রম
বাঁচার জন্য কাজ না করলে হবে ভ্রম|


দিন আসবেই, যাবেও সময়ে রোজ
'দীর্ঘ দিনের শেষ' বলে, করি কীসের খোঁজ!
সময় ধ্রুবক, একটি দিনের মাঝারে
হবে না দীর্ঘ দিন কোনোদিন, হবেনা বোঝ|


দিন আসে, আর কোলাহলে প্রাণ চঞ্চল
দিন আগে যায়, চঞ্চলতায় নাম ঢল
সকলের মনে 'দিন চলে যাবে' অনুভব
দিন কি কখনো হয়েছে দীর্ঘ! এ কি ছল!


বলবই কেন 'দীর্ঘ দিনের শেষ'?