//বলতে পারিনা যা ইচ্ছা তাই//


দেখাও সহজ, শোনাও সহজ
বলা তো সহজ নয়
কি হবে বলতে, তার উপরেই
বলা নির্ভর হয়।


যা কিছু সামনে, সব দেখা যায়
খুললেই হলো চোখ
যে কোনো শব্দ কানে আসলেই
শোনায় হবে না রোখ।


বলতে তো পারি, যা ইচ্ছা তাই
কিন্তু বলব কাকে!
আমি তো বলব, কে সেটা শুনবে!
শুনতে হবেই কাউকে।


নিজেই বলব, নিজেই শুনব
এটাও তো হতে পারে
হতে তো পারেই, কিন্তু কে করে!
পাগল হলে তো করে।


সভা পরিষদে, দেখা শোনা বলা
সব একসাথে চলে
থাকে যে বিষয়, যা ইচ্ছে নয়
জ্ঞান নিয়ে খেলা চলে।


সব কিছু দেখা, সব কিছু শোনা
জ্ঞান ছাড়াই তো হয়
বলতে গেলেই, ভাবনাকে চাই
যা কিছু বলা না যায়।


বিষয় জানার পরে চলে আসে
কতটা হয়েছে জানা
কম জ্ঞান নিয়ে, বেশী বেশী বলা
পাকামিরই নমুনা।


দেখা শোনা বলা, সব এক দলে
এসে যায় একসাথে
একই দলে, তবু সব এক নয়
বাধা চলে আসে বলাতে।


জ্ঞানী হয়েও তো, কথা থতমত
হামেশাই দেখা যায়
তার মানে বলা, সত্যিই দুরূহ
এ তো মানতেই হয়।


বলাও সহজ করে ফেলা যায়
প্রথমে জেনে বিষয়
তারপরে শোনা, আর সাধনাতে
বলাও হাতের মুঠোয়।


সুবীর সেনগুপ্ত


তৎসত্বেও বলাতেই বাধা