বংশের মর্যাদা


রাখতেই হবে বংশের মর্যাদা
এমন কিছু তো, নয় এ ভীষণ পণ
ভাবলাম আমি, উচিৎ কাজের মধ্যে
রেখেই চলেছি, মর্যাদা অনুক্ষণ।


তবুও কি করে, মর্যাদা হয় ক্ষুণ্ন!
আমি তো করিনি, ক্ষুণ্ণ হওয়ার কর্ম
অতীতের ঘরে, করিও বিশ্লেষণ
করিনি তো ভুল, কেন ভেঙে যায় বর্ম!


কোথায় গলদ! কি ভাবে জানব আমি!
সব পথগুলো, খুঁজে খুঁজে আমি ক্লান্ত
মর্যাদা নিয়ে, উঠছেই কেন কথা!
আমার ধারণা, তাহলে কি সব ভ্রান্ত!


কর্মের সাথে, জুড়ে আছে মর্যাদা
এই তথ্যকে, বলবে কি কেউ ভুল!
আমিও করছি, এই তথ্যকে অনুসরণ
আমার আস্থা, জানাচ্ছে আমি নির্ভুল।


জেনেছিও আমি, মর্যাদা কেন খর্ব!
আমি একা নই, মর্যাদা ধরে রাখতে
আরো একজন, মিলেই তো এই বংশ
তারই ভুলে গেছে, মর্যাদা ভুল পথে।


সুবীর সেনগুপ্ত