//বড় রাস্তার কাহিনী//


রিক্সা চলছে ট্যাক্সি চলছে
বাদ যায়নি তো বাস ট্রাম
এ যে শহরের বড় পথ ভাই
নয় কোনো অজগ্রাম|


রাস্তার দুইধারে ফুটপাথ
তাতে হেঁটে যায় পথচারী
মাঝে মাঝে আছে দু-একটা গাছ
তার ছায়াতেই নরনারী|


শহরের পথে ব্যস্ত জীবন
সকাল হতেই পথে জনগণ
প্রতিদিন একই দৃশ্যের ছবি
পথ জেনে গেছে এই আচরণ|


বড় রাস্তার থেকে বেরিয়েছে
ছোট ছোট পথ ডাইনে ও বামে
সেই সব পথ গেছে লোকালয়ে
বাড়ীগুলো সব বিভিন্ন নামে|


বড় বড় রাস্তার দুইধারে
বড় বড় ব্যাঙ্ক এবং অফিস
দোকানে দোকানে মানুষের ভীড়
দর দাম করে কিনছে জিনিস|


নিয়ম অনেক বড় রাস্তায়
নিয়ম ভাঙছে যত্র তত্র
যে যেখানে পারে রাখছেই গাড়ী  
করছে নিয়ম পুরো বিবস্ত্র|


না-মাসে ছ-মাসে পুলিশ আসছে
ছুটছেও লোক মনে ধরে ভয়
যে ধরা পড়ছে দিচ্ছে ফাইন
পরদিন পুনরাবৃত্তির জয়|


আমাদের বাস ভারতবর্ষে
এখানে লোকের কোথায় অভাব!
মাথার সংখ্যা বেড়েও যাচ্ছে
উন্নয়নের সাথে নেই ভাব|


এর থেকে পাবো কবে যে মুক্তি!
শুধু অনুমান আর অনুমান
দুর্নীতি রাজনেতাদের ভাগে
জনতাই শুধু হয় হয়রান|


শহরে রাস্তা গ্রামেও রাস্তা
দুটোর মধ্যে তুলনা কী হয়!
তুলনাতে গেলে কেবলই ভ্রম
সেই ভ্রমে আছে শুধু অপচয়|


সুবীর সেনগুপ্ত