কার প্রয়োজন, কত প্রয়োজন!
কি কি প্রয়োজন, কেন প্রয়োজন!
আজ প্রয়োজন, কাল প্রয়োজন
জানার সবই তো, আছে প্রয়োজন|


সেই তো জানবে, যার প্রয়োজন
না জেনে কি, মিটে যাবে প্রয়োজন!
তার মানে হলো, জানা প্রয়োজন
কি কি. কত, কেন, তার প্রয়োজন|


জানার সাধন, থাকা প্রয়োজন
সেগুলো, জোগাড় করা প্রয়োজন
জোগাড় হলেই, ধরো প্রয়োজন
যত আছে মনে, সব প্রয়োজন|


শেষ হয়ে গেলো, জানা প্রয়োজন
প্রথমেই লেখো, কি কি প্রয়োজন
তারপরে লেখো, কত প্রয়োজন
সবশেষে লেখো, কেন প্রয়োজন|


এবার মেটাতে, হবে প্রয়োজন
মেটাতে গেলেই, কাজ প্রয়োজন
কারণ, অনেক টাকা প্রয়োজন
তার সাথে, বাসনারও প্রয়োজন|


কাজের জন্য, জ্ঞান প্রয়োজন
শিক্ষা, সময়, মেধা, প্রয়োজন
পূরণ তো হলো, সব প্রয়োজন
এবার মিটবে, সব প্রয়োজন|


মিটছে না কেন, সব প্রয়োজন!
করেছি তো, যা যা করা প্রয়োজন
কিন্তু মিটল, কিছু প্রয়োজন
বুঝেছি মেটেনা, সব প্রয়োজন|


ভাবি না তো আর, নিয়ে প্রয়োজন
যেটা মিটে গেল, সেটা প্রয়োজন
যার যত বেশী, হবে প্রয়োজন
বিভীষিকা, হয়ে যাবে প্রয়োজন|


বিভীষিকা হবে বেশী প্রয়োজন