বুঝে নিতে হবে নিজ কাজ


বলে দেব কেন
করতে হবে কি!
যা করার, তুমি করো...
এতদিন ধরে
বলেই আসছি
কেন না বুঝতে পারো!


বললে করবে
না বললে নয়
এটা কতদিন চলবে!
ভেবে দ্যাখো তুমি
এভাবে চললে
কাজগুলো শুধু জমবে।


দুজনেই মানি
কাজগুলো হোক
হোক ঠিক ঠিক সময়ে...
তোমার যা কাজ
করে যাও তুমি
কেন প্রতীক্ষা তা নিয়ে!


আমিও তো করি
কিছু কিছু কাজ
প্রতিদিন প্রতিবেলাতে...
আশায় থাকিনা
কেউ বলে দেবে
কাজগুলো হবে করতে।


যে কাজে আমার
লেখা আছে নাম
করতেই হবে আমাকে...
করে করে কাজ
জানা হয়ে গেছে
পড়তে হয় না বিপাকে।


আমার মতন
তুমিও জেনেছ
তোমার কাজের তালিকা...
এতদিন করে
শেখনি কি তুমি
কি ভাবে করবে একা!


যে বাড়িতে থাকে
তার যা যা কাজ
যে বাইরে যায়, তার নয়...
বাইরে যে কাজ
হবে বাইরেই
বাইরে বেড়িয়ে করা হয়।


বুঝেছ এখন
কি চাই বলতে!
দিচ্ছি না আমি দোষ...
ভেবনা আদেশ
কিংবা নিদেশ
ভেবো অনুরোধ এটাকে।


Subir Sengupta