না পেলে না পাই
কেউ না ডাকলে, না ডাকুক-
ক্ষতির ভয় যে আর নেই...
কয়েক বছর কাটিয়ে জীবন
বুঝেছি ক্ষয়ের জয় নেই|


অনেক বর্ষা ভিজিয়েছে মন
অশ্রু ঝরতে দিই নি তেমন-
শুকনো দৃষ্টি করে নিয়ে সাথী
রাখিনি তো আশা চাঁই চাঁই...
এই তো জীবন, কি আর এমন
অথিতির রূপে, ভয় নেই|


কত তো না পাই
যা পাবো ভেবেছি, তাও থাকে দূরে
মনকে বুঝিয়ে চলতেই হয়-
হাহুতাশ করে লাভ নেই...
অস্থির করে তন প্রাণ মন
প্রাপ্য আসে না ছুটে, ভাই|


এখন যা পাই
সেটাই রত্ন মনে হয়|
না পাওয়ার ধ্বনি মনে হয় সুর-
সব কিছুতেই স্বাদ ভরপুর...
জীবন ছুঁয়েছে শীর্ষের স্থান
গন্তব্যও আর নয় বহুদূর|