আলো আলো ছায়া ছায়া
এ জীবন সব মায়া
মায়ায় জড়ানো চাই
জড়িয়ে জীবন পাই।


মায়ায় কেন জড়াই!
প্রশ্নেই নিই ঠাঁই
জবাব কি দেব, বলো!
যা শুনি, তা টলোমলো।


কেন মায়া এ জীবন!
কি যে এর বিবেচন!
মতের যে শেষ নেই
খটকাও লাগে তাই।


জীবন মানেই প্রাণ
প্রাণ হবে অবসান
তাই কি জীবন মায়া!
ধরে থাকে এক কায়া।


শৈশবে যে জীবন
সে তো খেলাধুলো ক্ষণ
রেশ নেই চিন্তার
মায়া তো দূরের ছাড়।


কৈশোরে বোধ আসে
রঙ্গীন স্বপ্ন ভাসে
মনটাও যায় উড়ে
সেখানেও মায়া দূরে।


যৌবনে শুরু হয়
জীবনের অধ্যায়
দেখে শুনে বাড়ে জ্ঞান
পরিবর্তনে টান।


আরম্ভ সংসার
ভাবনাও তোলপাড়
গড়ে গড়ে ভাঙ্গে আশা
বুঝে যাই কি নিরাশা।


জীবনের দর্শন
এসে নাড়া দেয় মন
অনুভব সংযম
বুঝিনা কোথায় কম।


বয়স এগিয়ে যায়
মায়া আসে চিন্তায়
কি বা আলো কি বা ছায়া
বুঝি এ জীবন মায়া।