মনে যদি কোনো আশাই না থাকে
কি আর করবে ব্যক্ত!
আশাহীন মনে চাহিদা যে নেই
বলাতেও নয় রপ্ত|


চাহিদা ছাড়া কি কথাই হয় না!
বললেই বলা যায়
চাওয়ার বাইরে কত কথা আছে
ভাবলেই জানা যায়|


মন আশাহীন, নয় প্রাণহীন
বেঁচেও তো আছে এখনও
বাঁচার আশা কি নয় কোনো আশা!
এটাই আসল, জেনো|


অভিলাষ যদি না বলার হয়
পারিনা দিতেও চাপ
মৌন থেকে কি জানাতে পারবে
তোমার মনের ভাব!


জানিয়েছে তুমি, 'আশা নেই কিছু'
বলছি-না করো আশা
কথা নয় শুধু আশার তরেই
কথা দিয়ে ভালবাসা|


কথার সৃষ্টি ভাবনার থেকে
সব তো বলার নয়
সে তো নিশ্চয়ই, তবে কিছু কথা
ভাগ করে দেওয়া যায়|


ভাগ করা কথা,শুধু আলোচনা
চাওয়া পাওয়া থেকে মুক্ত
এই সব কথা, দেয় না তো ব্যাথা
করে ফেলে খুশী যুক্ত|


বলাতে রপ্ত না হলেও চলে
চাহিদাও ভালো নয়
ব্যক্ত করলে মনের ভাবনা
কথাও হবে না অপচয়|


ব্যক্ত আশা