||ব্যাথার ক্ষণেই, প্রেম পরীক্ষা||


প্রেম করা কি, মুখের কথা!
পারবে সইতে, হাজার ব্যথা!


ভাবছ নাকি, দেখাচ্ছি ভয়!
নাই কি প্রেমে, ভয়ের বলয়!


বয়ঃসন্ধিকালীন সময়
প্রেমের জন্য, মনটা হারায়|


এই বয়সে, কে আর জ্ঞানী!
প্রেম শোনেনা, জ্ঞানের বাণী!


মাথায় যখন, প্রেমেরই ভূত
তখন চোখে, নেই কোনো খুঁত|


স্বপ্নে প্রেমিক, আর প্রেমিকা
সব কিছুতেই, রঙ্গীন রেখা|


গরম ঠান্ডা, কোথায় তখন!
যখন প্রেমে, নিবিষ্ট মন|


যে যাই দিক না, সু-মন্ত্রণা
প্রেমের কাছে, সব অচেনা|


প্রেমের সূত্রপাতের পরেই
প্রেমের গাড়ী, চলতে থাকেই|


দূরত্ব আর, কেউ মাপে না
চলুক গাড়ী, মেলুক ডানা|


প্রেমের খুশী, ছড়ায় মনে
থাকেও হৃদয়, বৃন্দাবনে|


প্রেমের কি আর, অন্তই নেই!
অন্ত, সুখ আর দুঃখের কোলেই|


কার কপালে, দুঃখের তান!
কে পাবে সুখ! অজ্ঞাত জ্ঞান|


কি হবে যে প্রেমের সহায়!
কেউ ভাবেনা প্রেমের সময়|


এমনই এই, কাজ প্রেম করা
এ কাজ, অনন্যতায় ভরা|


প্রেম নিরুপম, জীবন ধারায়
চলছিও পথ, এই ধারণায়|


কিন্তু প্রেমের, আছেও গুতো
আর তা খেলেই, ছিঁড়বে সুতো|


প্রেম সাধারণ, অসাধারণ
কি ভাবে হয়, তার নির্বাচন!


অঙ্গীকার তো, করতেই হবে
আগামীর দিনে, মানতেও হবে|


প্রেমের উদ্বোধনে, যত খুশী
খুশী কমে যায়, এগোলে উষসী|


এটাই, রাখতে পারলে মননে
প্রেমিক প্রেমিকা, হাসবে যতনে|


প্রেম মানে নয়, শুধু আনন্দ
আসবে ব্যাথাও, কাটবে ছন্দ|


ব্যাথার ক্ষণেই, প্রেম পরীক্ষা
সফল হওয়াই, প্রেমের দীক্ষা|


সহজ ভাবলে , প্রেম তো সহজ
ভাবলে কঠিন, উড়বে না ধ্বজ|


তোমার প্রেমের, তুমিই মালিক
সত্যি কি তাই! নেই কি প্রেমিক!


যুগলবন্দী, প্রেমের খেলা
দুটি মালিক, ভাসায় ভেলা|


করবে কি প্রেম! এখন ভাবো
না করতে চাও, কি আর বলব!


সুবীর সেনগুপ্ত