রাত্রিটা ভিজে গেছে, ভিজে গেছে দিন
গাছগুলো সব ভেজা,নিঃস্ব স্বাধীন
জলে ধোয়া রাস্তায়, ভেজা ভেজা গাড়ী
ভেজা ভেজা কাক বসে, তারে সারি সারি|


এখন যে বর্ষা, বৃষ্টিও প্রতিদিন
প্রকৃতি করছে স্নান, আনন্দে ধিনধিন
আনন্দে প্রকৃতি, আমরা সমস্যায়
বাইরে বেরিয়ে কাজ করাও হয়েছে দায়|


বর্ষা তো আসবেই,প্রতিটি বছর
আসলেই, ত্রাহি ত্রাহি রবে সব স্বর
চাষীরা বর্ষা চায়,বাবুরা তা চায় না
বাবুরা স্বস্তি চায়, বর্ষাতে পায় না|


বর্ষা কখন হবে,হবে কোন জায়গায়!
জটিল এ প্রশ্ন, প্রশ্নই থেকে যায়
প্রকৃতির সৃষ্টি, এই গ্রীষ্ম ও বর্ষা
করতে হবেই এতে, মানুষের ভরসা|


বৃষ্টি যখন নেই, তখন বৃষ্টি চাই
বৃষ্টির আগমনে, স্বস্তিও পেয়ে যাই
ভুলে যাই বর্ষার, থাকা দুই মাস
নালিশগুলোকে ভরে, নিতে থাকি শ্বাস|


নালিশ শুধুই নয়,বর্ষা এলেই
শীত আর গ্রীষ্মেও নালিশ থাকেই
ছোট্ট বেলায় শেখা, জলই জীবন
ঘন বর্ষায়, সেই জলই মরন|


তাও তো বর্ষা দামী, এটাই তো সত্য
বর্ষাতে ভাবনায়. জেগে ওঠে চিত্ত
ক্ষেতে ক্ষেতে ধান গাছ, বেড়ে ওঠে রোজ
চাষীদের মুখে হাসি, আনন্দে ভোজ|


দুই মাস বর্ষা, বারো মাস প্রাণ
এটাই মানুষকে, প্রকৃতির দান
রাত্রিটা ভিজে গেছে, হারায়নি কালো
বৃষ্টির তানে, এই মন হয় ভালো|


চাই, চাই, বর্ষাকে চাই|