//চাই, রম্য দুই পাশ//


এক পাশে দিন
এক পাশে রাত
এই সামলাতে
হই কুপোকাত...
উপর ও নীচ
বদলায় না তো
দুই পাশ নিয়ে
ঘাত প্রতিঘাত।


নীচে মাটি আছে
কিংবা তা জল
উপরের পানে
শুধুই আকাশ...
এদিকে ওদিকে
তাকালেই দেখি
বদলে গিয়েছে
শুধু দুই পাশ।


ডান আর বাম
দুই পাশ জুড়ে
থাকে নাও স্থির
অনেক সময়...
বিচলিত হয়ে
মনটাও খোঁজে
যা ছিল দুপাশে
খুঁজেও না পায়।


আমি ঘুরলেই
ঘোরে দুই পাশ
পারিনা তাদের
দূরে ঠেলে দিতে...
দুই পাশ যেন
ছায়ার মতন
সেই ছায়াতেই
সব কিছু ঘটে।


দুই পাশ নিয়ে
যত অসুবিধা
সুবিধাও আসে
দুই পাশ থেকে...
রাখতে পারলে
সাজিয়ে দুপাশ
ঘাত প্রতিঘাত
সব যাবে ঢেকে।


সুবীর সেনগুপ্ত