চাইছ কেন হতে আপন!!!


আপন হতে চাইছ তুমি
সেটা বুঝেই বলছি আমি
চাইছ কেন হতে আপন!
বলেই ফেলো, কি তার কারণ।


আপন, তুমি হতেই পারো
ইচ্ছাটা নয় তেমন বড়
আপন, আমি করতে পারি
এতেও কোথায় দরাদরি!


এখন তুমি, তোমার মতো
যা ইচ্ছে তাই কাজেই রত
এমন ধারা হারিয়ে যাবে
স্বীকার করা কঠিন হবে।


আপন হলে, ছাড়তে হবে
নতূন কিছু, মানতে হবে
তবেই পারবে, আপন হতে
পাশ করবেও পরীক্ষাতে।


আপন হলে, তুমি আমার
আপন হব, আমি তোমার
শুধু তোমার দ্বায়িত্ব নয়
ভাবতে হবে সেটা আমায়।


আপন করা, মানেই হলো
সব কিছু এক, হয়ে গেলো
এমন ভাবনা, ভেবেছ কি!
না ভাবলে, ভেবেই ফেলো।


আপন যদি না হও, তবে
যেমন আছ, তেমন রবে
সেটাই জীবন, পূর্ণ স্বাধীন
স্বাধীন থেকে, বাজাবে বীণ।


আমার কথায় শংকা কেন!
তোমার চাওয়া আমার, জেনো
আমার মনকে, করেছি স্থির
আমার আভাস, একটু মেনো।


তোমায় আপন, করতেই চাই
তোমার প্রয়াস, লাগছে ভালোই
এখন যদি সম্মত হও
আপন করার বাধা হারাবেই।


সুবীর সেনগুপ্ত