//চাইছ কেন হতে নারদ!//


বলতে বারণ করছ কেন!
একটা কথা যা বলিনি
তুললে কেন সেই প্রসঙ্গ!
যে প্রসঙ্গে থাকতে চাইনি।


চাইছ কেন হতে নারদ!
নাকি তুমি করছ যাচাই!
ভাবছ নাকি তীরটা ছুড়বে!
ছুড়েই দ্যাখো কী মজাটাই।


কোন কামনায় তোমার মনটা!
বুঝতে প্রয়াস করছি আমি
বোধহয় তুমি করছ আশা
বাগিয়ে নেবে আমার ভূমি।


পুকুর পাড়ে শ্যাওলা জমে
জানো নাকি জমার কারণ!
সাগর তীরে ঢেউ এর খেলা
বুঝলে কিছু বলার ধরণ!


তোমার মনে করছে খেলা
শুধুই বিনাশ, কোথায় গঠন!
তোমার স্বপন জুড়েই আছে
কালোয় ভরা রাত্রির ক্ষণ।


চলার পথে জীবনধারা
আছে তোমার, আছে আমার
বাধায় যদি ধারা হারায়
ভরবে না যে জীবন আধার।


খবরদারির কী প্রয়োজন!
কী দরকার মনকে ঢাকার!
না থাকবে মন, না এই জীবন
এখন আছে, তাই উপহার।


দখলদারি আর কোরোনা
এটাই ক্ষতির আসল স্বরুপ
সরল জীবন আসল জীবন
এই জীবনেই আনন্দ খুব।


সুবীর সেনগুপ্ত