কিনলে দেওয়াল,  ছাদ আর মেঝে
সাথে কয়েকটি দরজা জানালা
পূর্ণ তো হলো স্বপ্ন তোমার
হলে আনন্দে, তুমি আটখানা।


ফ্লাট, বাড়ী, ঘর, যাই হোক নাম
এটাই তোমার নতূন ঠিকানা
অস্থায়ী নয়, স্থায়ী এক স্থান
স্বস্তিও তাই, বেশ একটানা।


এখন তো তুমি, বাড়ীর মালিক
আর নেই মনে, থাকার ভাবনা
হালকা মনেতে খুশীর ঝলক
তাই কি ছিলনা, তোমার বাসনা!


নতূন এ স্থান, সব টিপ-টপ
সাজাবে কি করে, পরিকল্পনা
কিনেও আনলে, কত কিছু সব
অনেক জিনিস, অজানা অচেনা।


কালো আর সাদা, জুড়ে যে স্বপ্ন
তাতেও রঙের, হলো আনাগোনা
জীবন এখন হয়েছে সহজ
অনেক কিছুই, নেই আর মানা।


নির্ভরতার ছাদ যে রয়েছে
আগের মতন, কোথায় ভাবনা!
ভরেও দিয়েছে, একটাই ছাদ
এগিয়ে চলার নতূন প্রেরণা।


এক সময়ের, পরে এ জীবন
নির্ভরতায় আর তো থাকেনা
তখন থেকেই, আকাশ কুসুম
কল্পনা সব, বাঁধে মনে দানা।


এগিয়ে চলার, ডাক এসে যায়
প্রতিযোগীতার, শেষ তো হয় না
অনেকেই হয়, সফল জীবনে
কেউ কেউ, দিশেহারা হয়ে কানা।


ছাদ কিনে, তুমি সফল তো হলে
গল্পের তবু, অন্ত হলো না
আশা ঝুঁকে গেল, বিলাসের দিকে
এ ছাদের নীচে, থাকা তো যায় না।


প্রথম ছাদের, স্থিতি দূর হলো
বড় প্রতিযোগী, হতে ছাড়লে না
এই প্রকরণে, ডুবে গেলে তুমি
ভুলে গেলে, স্থিতি হওয়ার বাসনা।


সে নজর কই, যে নজরে ছিল
ছাদ আর মেঝে, দেওয়ালের টানা!
এখন নজর কোথায়, কে জানে
সেখানে কি,যার নেই তো সীমানা!


যেমন চাইলে, তেমনিই হলো
হচ্ছেও তাই, বলো ঠিক কিনা!
তাও অভিযোগ, করেই যাচ্ছ
'শান্তি তোমার কেন আসছে না!'


জীবন তো নয়, শুধু এক তন
তাতে আছে এক মন, যা অজানা
সেটাকেই তুমি, জানতে পারোনি
সেই কারণেই, শান্তি আসে না।