চাই সুমধুর বলা আর শ্রুতি।
।।সুবীর সেনগুপ্ত।।


গুছিয়ে গুছিয়ে বলতে পারি না
কথাগুলি তাই পায় না অর্থ...
শুনিও যা কিছু, গোছাতে পারিনা
এখানেও কথা, হয় নিরর্থ।


শুধু বললেই, হবে না তো কাজ
বলা হতে হবে সাজানো তথ্য...
শোনার পরেও, বুঝতেই হবে
তা না হলে শোনা, আওয়াজে মত্ত।


জ্ঞান থাকলেই, কিছু বলা যায়
আর শোনা! তাতে তাও তো লাগে না...
বলা আর শোনা, সাধারণ মান
যে মান এ সবাই, না যেতে চায় না।


ভালো বলবার, জন্য না চাই
ডিগ্রী অথবা ধন দৌলত...
শান্ত মনের প্রতিফলনেই
বলা হয় ভালো, আর সংযত।


বলা আর শোনা, দুইই প্রয়োজন
শোনা মনে হয় বেশী প্রয়োজন...
ভালো শুনলেই, বলা ভালো হবে
এই ধারনাতে জ্ঞানী গুণীজন।


কেউ কেউ পারে গুছিয়ে বলতে
কেন যে সবাই, পারে না তেমন!
এটা তো বুঝেছি, চর্চা করলে
সবাই পারবে, গুছোতে কথন।


কেবল বলবে, শুনবে না কিছু
এমন হবে না, যতই না চাই...
শুধুই শুনবে, আর বলবে না
তাও অসম্ভব, হতে তো হবেই।


যাঁরা হয় বোবা, তাঁরা তো বলে না
ভুল বললাম, বলতে পারে না...
ঠিক সেরকম, শোনে না অনেকে
তাঁরা মনে এলে, দুঃখ বেদনা।


বলা সুমধুর, বলা মনোরম
এই প্রত্যাশা, নয় পাওয়া ধন...
কেন চাওয়া নয় সুমধুর শ্রুতি!
না পেলেও নেই, কোনো বন্ধন।