চাওয়া শিশুদেরই অধিকার।
।।সুবীর সেনগুপ্ত।।


বেশী চেয়ে চেয়ে, পাগল হব না
কম চেয়ে চেয়ে, ভান করব না
আসলে তো আমি, হাত পাতব না
বেশী কম, এতো শুধুই বাহানা।


বারিধারা, চায় নাকি অরণ্য!
না চেয়েও পায়, থাকে না দৈন্য
চেয়ে চেয়ে পাওয়া, হয় না রত্ন
মনে হয় যেন, পাওয়াই নিম্ন।


তোমার ইচ্ছা, আমি কিছু চাই
এমন চাওয়াতে, কোনো বাধা নেই
চেয়ে দেব খুশী, মনকে নাচাই
কি পেলাম আমি, করি না যাচাই।


'চাই' 'পাই' 'দিই', সব প্রয়োজন
কোনটা কতটা, ঠিক করে মন
এতে সমতাকে, করলে স্মরণ
এ স্মরণ, হবে না তো অকারণ।


আমার স্বত্বা, যা আমি পেয়েছি
কোথায় চেয়েছি! ব্যস পেয়ে গেছি
না চেয়েই পাওয়া, আনন্দে ভরেছি
এই আনন্দ, যতনে রেখেছি।


পরিণত হলে, আর চাওয়া নয়
চাওয়া, শিশুদের অধিকারে যায়
বৃদ্ধের চাওয়া, আলাদা ধারায়
এতে দোষ খোঁজা, অন্যায় হয়।


ভিখারি চাইবে, চাইছে ভিক্ষা
ভিক্ষা চাওয়াতে, নেই পরীক্ষা
ঋণ দিয়ে, কেন করা তিতিক্ষা!
এই দেওয়া নয়, দাতার দীক্ষা।


কোন 'চাওয়া' ভালো, কে ঠিক করবে!
কোন 'চাওয়া' চেয়ে, প্রাণটা ভরবে!
কোন 'চাওয়া'টাতে মনটা খেলবে!
এত ভাবনাতে, কে যেতে চাইবে!