আর ক্ষতি নেই, শুধুই তো লাভ
না চাওয়ার সাথে, করেছি যে ভাব
চাই এই ভাব, যেন থাকে বেঁচে
হোক না আমার যতই অভাব|


আমিও বাঁচব, তোমাদের মতো
খাওয়া পড়া থেকে, হবে না বিরত
ঘুরব ফিরব, হলে অভিলাষ
নিশীথের ঘুমে, স্বপ্নে জড়াবো|


যা যা প্রয়োজন, আনতেই হবে
আনার চেষ্টা, করতেও হবে
তোমরাও করো, আমিও তো করি
এতেই যা আয়, মানতেই হবে|


যা আয় হোক না, সেটাই তো বেশী
এই ভাবনায়, পেতে চাই খুশী
তাই তো পাচ্ছি, কোনো খেদ নেই
আরও বেশী পেতে, বাঁধি না তো কষি|


বেশী চাইলেই, সব তো পাব না
তখন ক্ষতির, হয় যে ধারণা
এই অবস্থা, আনতে না চাই
বেশীকে পাশেও, ঘেঁষতে দিই না|


সব মানে কি যে! এ বিড়ম্বনা
'সব'কে থামানো, কোথাও যায় না
এটা না জানলে, 'সব' এ পৌঁছতে
কেউ কি পারবে! মনে তো হয় না|


আমি যা মানছি, সেটাই কি ঠিক!
কখনোই নয়, ভাবনাও তাই
এই পথ ছেড়ে, আর এক পথে
কেউ খুশী পেলে, ঠিক তো সেটাই|


যে ভাবে দেখব, আমি ক্ষতি লাভ
তুমি কি দেখবে, ঠিক সেই ভাবে!
এ আশা করলে, হব নির্বোধ
লাভ আর ক্ষতি, হাসতে থাকবে|


যেটাই পেলাম, হয়ে গেল লাভ
যেটা পেলাম না, সেটাও তো লাভ
এ কথা মানতে, লাগে দর্শন
মেনেই দ্যাখোনা, ঘুচবে অভাব|


চাওয়ায় আনোনা একটু দর্শন