তির তির করে ঝরছেই জল
একটাই কল দিয়ে
জোড়া জোড়া চোখ, এক দৃর্ষ্টিতে
দেখছে লাইনে দাঁড়িয়ে|


বরাদ্দ এক, বালতির জল
তাও কি সবাই পায়!
এবেলায় যারা পায় না, তারা তো
ওবেলায় পেয়ে যায়|


পুরো বস্তিতে, একটাই কল
এটাই ওদের ভাগ্য
এক কল দিয়ে, যুগ চলে গেছে
ওরা কি একের যোগ্য!


সকাল বিকেল, কলে আসে জল
লাইনের নেই শেষ
লাইনে দাঁড়িয়ে, ভাবনায় মনে
জমতেই থাকে রেষ|


বস্তিতে এক, কল এসেছিল
সেই এক যুগ আগে
কলের সংখ্যা, এক রয়ে গেছে
মানুষ ফুঁসছে রাগে|


লোক যে বেড়েছে, নেই দুই মত
বাড়ছে না কেন কল!
বাহানায় ভরা, এর উত্তর
হয়নাও কোনো ফল|


দেশটা কি, গণতান্ত্রিক নয়!
নয় কি জনতা মুখ্য!
আমলাচারীরা, বুঝেও বোঝে না
দিয়ে যায় শুধু দুঃখ|


যার হাত আছে, ক্ষমতায় ভরা
সে কেন হয় যে অন্ধ!
দেবে সরকার, সে তো নিমিত্ত
আছে নাকি কোনো দ্বন্দ!


ক্ষমতার সাথে, স্বার্থ জড়িয়ে
কি করে ছাড়বে স্বার্থ!
স্বার্থ বাঁচাতে, চুরিতে লিপ্ত
আনছেও ঘরে অর্থ|


বস্তিতকে ওরা কি ভাবে, কে জানে!
দেয় না ওদের মান
মান না থাকুক, তাতে ক্ষতি নেই
চায় জল, নয় দান|


চায় জল, নয় দান