দুঃখটা যত চেনা চেনা লাগে
সুখ তো ততটা নয়
চিনব কি করে! সুখ পাশে এসে
তখনি পালিয়ে যায়|


যে সমীকরণ সুখ দুঃখের
যায় না তো করা সমাধান
দুটো দু-রকম, তাই তো রাখে-না
সমীকরণের মান|


সুখ দুঃখের অভিজ্ঞতায়
ভরা আছে সব ঝুলি
দুঃখটা বেশী মনে কাটে দাগ
সুখ সহজেই ভুলি|


সব প্রাণে আছে সুখ দুঃখের
চলে যাওয়া ইতিহাস
টুকড়ো টুকড়ো যাই আসে মনে
তাতে দুঃখের শ্বাস|


দুঃখটা হয় সহজে বন্ধু
তোমার আমার সব্বার
সুখ নাক উঁচু, ঘেঁষতে দেয় না
খুঁজে চলে সম্ভার|


উপাদান যত, সুখ তত বেশী
সে সুখ হয় কি সহচর!
নিত্য দিনের অবিশেষ সুখ
তা থেকেই আসে স্নেহাদর|


দুঃখই নিয়ে যায় ভাবনাকে
গভীর থেকে গভীরে
উপলব্ধিতে ভরে যায় মান
দুঃখকে নিয়ে শিরে|


দুঃখের সাথে হয়ে যায় ভাব
আসা যাওয়া পথে সুখ
তাই তো দুঃখ বেশী চেনা হয়
অচেনাতে থাকে সুখ|


চেনা দুঃখ অচেনা সুখ