তির্যক পথে কখনো চলিনি
তির্যক কথা কখনো বলিনি
শুনতে হয়েছে তির্যক কথা
তখন মনটা শান্ত থাকেনি|


তিথি দেখে কাজ কখনো করিনি
তিথি প্রয়োজন বুঝতে পারিনি
শুনতে হয়েছে তিথি নিয়ে কথা
সে কথায় মন তেমন দিইনি|


তীর্থ করতে যাব তো ভাবিনি
কেন যে তীর্থ, মাথায় ঢোকেনি
যারাই বলেছে তীর্থের কথা
শুনেছি, তাদের, নিরাশ করিনি|


তীর দিয়ে আমি বিঁধতে পারিনি
তীর নিয়ে চলা কখনো মানিনি
কেউ কেউ তীর মারতে চেয়েছে
প্রতিবাদ করে থামাতে ভুলিনি|


তর্ককে সাথী করতে চাইনি
তর্কের মাঝে রাগও আনিনি
যারাই বলেছে তর্ক করতে
তাদের আশাও পূর্ণ করিনি|


তুষ্ট করার কথাও ভাবিনি
তুষ্ট করুক, সেটাও চাইনি
যারাই চেয়েছে তুষ্ট করতে
চেয়েছি থামাতে, গালি তো দিইনি|


তুচ্ছ কখনো কাউকে করিনি
তুচ্ছ করলে, সেপথে যাইনি
তুচ্ছ করতে দেখেছি যখন
প্রয়োজন মত বলতে ছাড়িনি|


চেষ্টা করেছি|