চেয়ে খাই না তো খাবি|
||সুবীর সেনগুপ্ত||


চাওয়ার হলে, নতুন কিছু চাইবো
পুরোনোতে মন বসে না
কি পাবো তার নেই ঠিকানা
নতুন নিয়ে ভাবনা-হারা হবো|


'মানুষ হলেই, চাইতেও হবে'
এর সত্যতা আছে কি!
মানুষ হলেই, পেতে তো হবেই
এই তো সত্য, নয় কি!


সকলেই পাবে, এটাই সত্য
অস্বীকার কি করবে!
কে কখন পাবে, কোন প্রকরণে
ভাবনাতে সেটা আসবে|


পাওয়া হলো, সকলের অধিকার
তবে জোর করে নয়
চেয়ে চেয়ে পেতে, কেউ ভালবাসে
যে দেয়, সে তো দোষী নয়|


যে চাইছে, তার দোষ ধরব কি!
সোজাসুজি বলা যায় না
কে কখন চায়, কি প্রসঙ্গে
তা জেনেই হবে জানা|


পরিণত বয়সের পরে চাওয়া
যদি বলি ভুল, মানবে!
চাওয়ার সঙ্গে, বয়স ছোটে না
নিজ নিজ মন ভাববে|


শিশুদের চাওয়া, মানতে হবেই
কারণ, তাদের বোধ নেই
যুবক হওয়ার পরে চাওয়াগুলো
সমালোচনায় যাবেই|


চাওয়া 'অধিকার', হতেও তো পারে
যেখানে হয়েছে চুক্তি
সেখানে থাকেনা সমালোচনার
গাল ভরা কোনো উক্তি|


না চেয়ে কি পাবো! নিশ্চয়ই পাবো
অর্জন করে পাওয়া
এই পাওয়াতেই, এসে যায় 'কাজ'
উপার্জনের হাওয়া|


অনুভব মিশ্রিত যা যা পাওয়া
তারই মাঝে ভালোবাসা
সেটাও পায়না, কেউ চেয়ে চেয়ে
চাওয়া মিথ্যের আশা|


অঙ্গে অঙ্গে, ভরা এ শরীর
সাথে কম বেশী ধী
পাওয়ার জন্য, কেন যে চাইবো!
চাওয়া নয় কোনো বিধি|


চেয়ে চেয়ে আমি, চাই না তো পেতে
পেতে চাই করে দাবী
কাজ করে করে, পেয়ে যাই আমি
চেয়ে খাই না তো খাবি|