অজাতশত্রু হতে তো পারিনি
খুঁজেছি অনেক, কাউকে পাইনি
অজাতশত্রু হওয়া যায় নাকি
জানতে চেয়েছি, জানতে পারিনি|


অজ্ঞেয় হয়ে থাকতে চাইনি
কে যে অজ্ঞেয়, খুঁজতে যাইনি
অজ্ঞেয় হতে চায় নাকি কেউ
যদি হয় হোক, বলতে পারিনি|


অজেয় হওয়ার ইচ্ছা হয়নি
অঞ্চিত হব, কখনো ভাবিনি
যা যা সাধারণ, তাই তো নিয়েছি
যে এসেছে কাছে, ছাড়তে চাইনি|


অতিভক্তির সাথেও থাকিনি
শ্রদ্ধার অপমানও করিনি
অধীতি শিখেছি, তাই নিয়ে থাকি
শুনতে চাইলে, শোনাতে ছাড়িনি|


অধ্যবসায় কখনো ভুলিনি
অধ্যাস কি যে, শিখতে চাইনি
কাজ করে গেছি নিজের মতন
কাজের বাইরে, থাকতে চাইনি|


অনুমেয় হলে, বুঝতে ছাড়িনি
অনুশোচনাকে, ঘেঁষতে দিইনি
অন্তঃকরণ রেখেছি শান্ত
অবুঝ হতেও কখনো চাইনি|


অকৃতজ্ঞ হতে, এ মন চায় নি
জেনে শুনে আমি, তেমন হইনি
ভুল করে যদি কখনো হয়েছি
সে ভুল জানাতে, ভুলও করিনি


অনুমান ভরা জীবন চাইনি
অবর্তমান, ভেবেও চলিনি
বর্তমানের সাথেই মিশেছি
অবসান ভেবে, এ মন থাকেনি|


চেয়েছি-চাইনি