চেয়েছিলে হতে দুর্ব্বার
হয়ে গেলে তুমি নিশ্চল
পূর্ণ হলো না অভিলাষ
জীবনের গতি অবিচল|


ঝুঁকি নাওনি তো কখনো
হতেও পারোনি দুর্ব্বার
ধরেছিলে সোজা সরণী
করেছিলে কম রোজগার|


দূরে রেখেছিলে মন্দির
সুরে ছিল কম ঝংকার
সৎ পথে ছিল ভাবনা
ন্যয্যতে ছিল কারবার|


কাজ করেছিলে ভীতিহীন
দাবীতে ছিলনা অধিকার
বিপদ আসবে ভাবোনি
ছিলনা মনেতে অবিচার|


বিশ্বাসে ছিল বাস্তব
করেছিলে যা যা করবার
ভরেছিল মন আস্থায়
তাই নিয়েছিলে যা পাওয়ার|


বেশী কোনোদিন চাওনি
চেয়েছিলে হতে দুর্ব্বার
সেটাতে সফল হওনি
তাই কি চাওনা কিছু আর!


জীবন নিয়েছ সহজে
গরজে আনোনি বিস্তার
অনেক দিনেই এ জীবন
শুধু এই দিন চিন্তার|


দুর্ব্বার হতে পারোনি
খুঁজতে চাওনি প্রতিকার
পেয়েছিলে খুঁজে শান্তি
তাতেই চলেছে সংসার|


এখন চাওয়াতে স্বস্তি
পাওয়ার মন্ত্র জেনেছ
আর সব চাওয়া, তাই
অনায়াসে তুমি ছেড়েছ|