//ছন্দের খেলা খেলি প্রতিদিন//


ছন্দ মিলিয়ে লিখে যাই কত কবিতা
দেখতে পাই না এতে দ্বন্দের চিন্হ...
না লিখেও হই নিস্তেজ কোনো সময়ে
যত লিখি, তত মনেই আসে যে প্রশ্ন।


ছন্দের খেলা খেলে যাই আমি প্রতিদিন
সীমাহীন এই খেলায় কাটাই সময়...
ক্লান্ত হই না খেলে খেলে আমি বারবার
আসলে নেই যে এ খেলায় জয় পরাজয়।


সস্তার এই খেলা খেলি আমি নীরবে
নিয়মবিহীন এ খেলায় খুশী মন...
খেলতে খেলতে গড়ে ওঠে এক কবিতা
কালো অক্ষরে ডুবে যায় মম চিন্তন।


কল্পনা যত, তার থেকে বেশী বাস্তব
লিখে যাই, করি স্মরণ অন্য ঘটনা...
তার থেকে তুলি আর এক প্রধান শব্দ
যেটা হয়ে যায়, আমার লেখার প্রেরণা।


লেখাই দিয়েছে বাড়িয়ে আমার সংযম
ঠেলতেও পারি সংগ্রাম, কিছু না ভেবেই...
বিশ্বাস আর নিয়মে মাতে না মন
পরিবর্তন এসেছে আমার স্বভাবে।


লিখি তাই, যেটা আমার ভাবনা জুড়ে
যেটা মনে হয় উচিৎ তপনে নিশীথে...
যেখানে পায় না কল্পনা কোনো অবসর
স্বীকৃত তথ্য এসে যায় শুভ্র পাতাতে।


লেখার মাঝারে আনি না তো আমি অভিনয়
চিন্তায় থাকে, যা যথার্থ তারই রেশ...
ভাবিনা হচ্ছে, আমার সময় নষ্ট
লেখা যে দেখাবে আমাকে কোথায় শেষ।


সুবীর সেনগুপ্ত