ছোট করো ছোট করো
সব কিছু ছোট করো...
টেনে টেনে ছোট নয়
অল্পতে ছোট হয়...
যা কিছু নিজের কাছে
সেটাকেই ভাবো বড়...
ভাবতে না পারো যদি
ভাবার চেষ্টা করো।


সবকিছু ছোট হলে
সংকট ছোট দলে...
সমাধান সহজেই
সময় তো বাঁচবেই...
বাঁচানো সময়টাকে
লাগাও খুশীর পালে...
সেটাও না চাও যদি
জড়াও বাসনা জালে।


ছোটোতেই সরলতা
সহজ জীবন গাঁথা...
ভাবনাতে চাপ নেই
হেসে খেলে বেড়াবেই...
এমন জীবনটাই
নয় কি মনের কথা...
ছোট আসে অনায়াসে
নেই কোনো বাহুলতা।


ছোট হলে দায় কম
খুশী থাকে হরদম...
রাখার সুযোগ বেশী
সাজানোয় শ্রম কম...
শরীর হালকা থাকে
হারিয়ে যায় না দম...
ছোট থেকে সরলতা
জাগাবে না কোনো ভ্রম।


দাবী করো ছোট চাই
ছোটতে শংকা নেই...
বড় হাতে এসে গেলে
বদলাও ছোটোতেই...
ছোট ছোট কারবার
কম ছোটাছুটিতেই...
নিশীথে গভীর ঘুম
স্বপ্নেতে ভাসবেই।