//ছুটছি ছুটছি, ছুটেই চলেছি//


ছুটছি ছুটছি, ছুটেই চলেছি
হবেই ধরতে, হবেই ধরতে
কি চাই ধরতে, আছেও মাথায়
প্রয়াস করেও, পারিনা ধরতে|


এই প্রয়াস শুধু, একবার নয়
করতেই থাকি, করতেই থাকি
ঘুরে ফিরে শুধু, ব্যর্থতা পাই
প্রয়াস কিন্তু, চালাতেই থাকি|


উপলব্ধিতে, একদিন এলো
ছুটতে ছুটতে, দুই যুগ পার
ভুল ভুল ভুল, করেই চলেছি
আর নয় ভুল, ভাবনা আমার|


ছুটতে ছুটতে, কেউ পেয়ে যায়
আমার কপাল, তেমন তো নয়
'কপালের দোষ', আর ভাববো না
সময় আমার, আর হারাবো না|


অদ্ভুদ, এই জীবনের ধারা
মানুষ হলেই, ছুটে দিশাহারা
মানুষ ছুটছে, সবের পিছনে
মানব জীবন, লোভ দিয়ে গড়া|

ভীষণই অল্প সময়ে জীবন
তাও যদি হয়ে যায় অনর্থক
বাঁচবার স্পীহা, থাকবে কি করে!
বদলাতে চাই, জীবনের ছক|


বদলে দিয়েছি, এখন জীবন
ছুটবার আমি, দেখিনা স্বপন
যদি এসে যায়, নাগালের মাঝে
ছুটে যাই, ধরি, থামি না তো কাজে|


এখন ছুটলে, নিশ্চিত ধরি
না ধরার হলে, চেয়েও দেখিনা
জীবন এখন শান্তিতে ভরা
ছোটাছুটি নেই, নেই কোনো ত্বরা|


সুবীর সেনগুপ্ত