চিন্তাকে নিয়ে চিন্তা


চিন্তাকে নিয়ে হয় না তো মারামারি
চিন্তাকে নিয়ে কে যে করে কাড়াকাড়ি!
চিন্তা রাখতে, লাগেনাও বড় বাড়ী
ইচ্ছে হলেই, চিন্তাও দেয় পাড়ি।


চিন্তার পরিচয় আরো এক নামে
সেটা ভাবনা, কখনো ভরায় ঘামে
চিন্তা চায় না যেতেও বিশ্রামে
পাঠানো যায় না, চিন্তাকে ভরে খামে।


চিন্তা কি গুনে রাখা যায় কিছুতেই!
কত যে চিন্তা, তার আর খেই নেই
চিন্তার স্থান, শুধু এই মনেতেই
জীবনে চলতে, চালক তো চিন্তাই।


চিন্তার আসা, সময়ে ও অসময়ে
চিন্তা থাকে না, প্রকৃতির পথ চেয়ে
চিন্তায় ডুবে, সময় যায় পেরিয়ে
অশুভ চিন্তা, ক্ষতিকর আগে গিয়ে।


সব চিন্তাই, নিশ্চিতরূপে নিরাকার
আর আয়তন, তাতেও হয় না বিস্তার
চিন্তা প্রবাহ, শান্ত কিংবা দূর্বার
নিঃসন্দেহে, চিন্তাই শুধু চিন্তার।


অনন্ত চিন্তা, আগামীতে আছে ছড়ানো
অভাব যে নেই বর্তমানেও, জেনো
শত মতামতে, চিন্তা যায় না ঠেকানো
চিন্তা হবেই, ক্ষণে ক্ষণে সব ভিন্ন।


আমার চিন্তা, মেলানো কি যাবে তোমাতে!
যদি মেলে, তা তো সন্নিপাত এর পাতে
চিন্তা যায় না, নবীন প্রাচীন খেলাতে
চিন্তা কেবল, অনন্যতার সাথে।


যত পরিবর্তন, তত লাগে চিন্তা
অতি উত্তম চিন্তাতে ভালো মনটা
চিন্তা মিষ্টি, হতেও তো পারে নোনতা
কোনটা যে নেব, সেটাই আমার চিন্তা।


সুবীর সেনগুপ্ত