শহরে যাব না
গ্রামে থাকব না
কোথায় থাকব, সেটাই বুঝিনা
বাঁচতে যে চাই
সেটা বেশ বুঝি
খুঁজেই চলেছি আমার ঠিকানা|


গ্রামে অনুভূতি
পায় দ্রুত গতি
গড়তেই থাকে তাজা আলোড়ন
শহরেও গতি
বাঁচিয়ে রাখছে
নিশীথ জীবন আমার এ মন|


গ্রামে নেই গাড়ী
আর বড় বাড়ী
যা আছে শহরে, মন তো মানে না
শহরে কোথায়
সরলতা, হায়!
গাড়ী ও বাড়ীতে মনও বসে না|


শহর ও গ্রাম
বুঝে শুনে নাম
এ সব সৃষ্টি করেছি আমরা
গ্রাম কি শহর
বাছব কি করে
দুটোই যে দেয় এই মন নাড়া|


গ্রামকে চাইব
শহরে থাকব
মন কি পাবেই ভাবের অর্ঘ্য!
যেখানেই থাকি
সবটাই ফাঁকি
থাকার বাহানা হবে না দৈর্ঘ্য|


শহরেই টাকা
গ্রামে সব ফাঁকা
কিন্তু প্রকৃতি গ্রামের সাথেই
সরল জীবন
গ্রামের আপন
কৃত্রিম যত সব শহরেই|


গ্রাম ও শহর
আপন ও পর
যেমন যেমন চিন্তায় সর
আজকে যা ভাল
কাল এলোমেলো
গড়লেই হল কোথাও তো ঘর|


যে ঘরেই থাকি
যেখানেই থাকি
থাকার মেয়াদ নয় অনন্ত
এত বাছাবাছি
করি কেন তবে!
এত ভাবনা কি সবই ভ্রান্ত!