কত সত্যের সাথে দেখা হলো
জানা হয়ে গেল, চিনলাম না তো!
বুঝলাম না তো চেষ্টা করেও
সত্য কি তবে আলেয়ার মত!


'সত্য মেব জয়তে' শুনেছি
জিজ্ঞাসা করে,মানেও জেনেছি
চলার পথে, সেই মানে খুঁজি
পাওয়া যে কঠিন, সেটাও বুঝেছি।


'সত্য' কথার অর্থ কি হবে!
অঙ্কের মতো তা কি বোঝা যাবে!
বোঝা দুষ্কর, এটা তো সত্য
তবে কি সত্য অনাথ থাকবে!


সত্যের রূপ, গড়েছি যা আমি
তুমি তো হও না তার অনুগামী
তৃতীয় ব্যক্তি, সেও নেই সাথে
সত্য কি বহুরূপে হয় দামী!


কাজের সত্য, হয় না কথায়
কথার সত্য কাজে শেষ হয়
সবার সত্য এক হয়ে গেলে
হয়ত বা হবে সত্যের জয়!


চিরসত্যটা কি হবে বলো তো!
জন্ম না হলে, সত্যই নেই
চিরসত্যের কি যে পরিচয়!
মনে হয় যেন, সেটা মরণেই।