//চিরনতুন//


প্রাণটা নতূন, তনটা নতূন
চিত্ত নতূন, চিন্তা নতূন...
দৃষ্টি নতূন, দৃশ্য নতূন
শুনছে নতূন, শোনায় নতূন...
প্রভাত নতূন, পথও নতূন
যাত্রী নতূন, যাত্রা নতূন...
গমন নতূন, গন্তব্য নতূন
শিক্ষা নতূন, সাক্ষ নতূন...
দীপটা নতূন, দীপ্তি নতূন
দরজা নতূন, দরাজ নতূন...
সঙ্গ নতূন, সম্পর্ক নতূন
তর্কী নতূন, তর্ক নতূন...
সকাল নতূন, সন্ধ্যা নতূন
দিনান্তে আজ, নিশীথ নতূন...
আজকে জীবন, সবই নতূন
আজই শুধু, থাকবে নতূন...
কিন্তু, কাল তো আবার নতূন
শেষের দিনেও, থাকবে নতূন...
এই প্রেরণা, সদাই নতূন
মানতে হবেই, লিখছি নতূন।


সুবীর সেনগুপ্ত