//চলা আর থামা//


যতই চলছি ততই তো শ্রম
চলা ভালো নয়! এটাও তো ভ্রম।


তাহলে কী করি বুঝতে পারিনা
অনেক চলব, নাকি চলব না!


যদি একদম চলা থেমে যায়
তখন কি খুশী পাবো নিরালায়!


চলা থামা ভুল, প্রমাণ পেয়েছি
কী রকম ভুল! জানতে চেয়েছি।


চলা আর থামা, থামা আর চলা
রীত বিপরীত যায় না যে বলা।


চলতে চলতে থেমে থাকা যায়
থেমে থাকলেও চলা বলা যায়।


ভাবতেই পারো পাগল আমাকে
ফেলতেও পারো তর্কে বিপাকে।


আমি তো চাইছি, এসো কথা বলি
ভাবনাতে যদি ভুল থাকে, দলি।


নড়াচড়া আর নিশ্চল থাকা
আমার ভাবনা নয় তাতে ঢাকা।


ভাবনাকে নিয়ে যাই কিছু দূরে
চলা ও থামায় দিই খুশী জুড়ে।


চলা আর থামা ইচ্ছাতে চলে
বাসনা মেটায় খুশী পলে পলে।


চলা-থামা হলে ইচ্ছাবিহীন
লাগবে না ভালো, বাজবে না বীণ।


চলা হবে না তো কিছুতেই শ্রম
করবে না থামা শ্রম উপশম।


এক করে নিলে শরীর ও মন
চলা আর থামা হবে সাধারণ।


সুবীর সেনগুপ্ত