//চলাই এগোনো নাকি!//


এগোলেই খুঁজে পাবো
তার কোনো মানে নেই
এগোলে এগিয়ে যাবো
এ তো ঠিক নিশ্চয়ই।


এগোতে চাইছি কেন!
প্রয়োজন আছে, তাই
মিটে গেলে প্রয়োজন
পিছন পানেই যাই।


যে কেউ এগোতে পারে
পারে পিছনেও যেতে
এগোনো পিছনো নিয়ে
জীবন চলছে পথে।


অতি উৎসাহ নিয়ে
শুরু করি এগোনো
ভাটা পড়ে উৎসাহে
শুরু হয় পেছনো।


ঘরে বসে থাকি, তবু
এগিয়ে যায় জীবন
এগোনোর এই মজা
বুঝে গেছে সব মন।


সবাই বলে এগোও
আমারও তাই মত
এগোনোর পথে বাধা
সকলের অভিমত।


ইচ্ছা না থাকে যদি
এগিয়ে চলার হৃদি
কিছুই করার নেই
থেমে থাকবার বিধি।


এগিয়ে কী যায় মেঘ!
না এগিয়ে যায় গাড়ী!
এগোনোর কী প্রতীতি!
বোঝা মুশকিল ভারী।


অনেক এগিয়ে গেলে
পিছন কী যাব ভুলে!
এগোনোর শেষ কোথা!
ভাবনাই গোলমেলে।


এগোতে চাই না আমি
প্রয়োজনে শুধু চলি
প্রয়োজন দূরে গেলে
চলা শেষ করে ফেলি।


চলাই এগোনো নাকি!
তাই তো বলছ তুমি
ঝগড়া না করে বলি
তোমার কথাই চুমি।


সুবীর সেনগুপ্ত