//চলতে চলতে হয় পথ মাপা//


এক-পা দুই-পা তিন-পা চার-পা
চললেই, পথ হয়ে যায় মাপা
জীবন গাড়ীতে সব কাঁপা কাঁপা
থামলেই, এই জীবনটা ফাঁপা।


থামতে পারে না কোনো এক প্রাণ
বলছি না আমি করে অনুমান
প্রাণের সৃষ্টি চলারই জন্য
না চললেই, অচল পণ্য।


প্রত্যেক প্রাণে থাকে অভিমান
জানা বা অজানা, কে দিচ্ছে মান
সেই প্রাণ সেই মানুষের মাঝে
ভালবাসা হয়ে অভিমানে সাজে।


মানুষ চলছে, চলছে প্রাণীরা
সবার চলা কি পায়ে পায়ে সারা!
বুকে বুকে হেঁটে চলে বহু প্রানী
পক্ষীরা চলে মেলে ডানাখানি।


চলার ধরণ বিভিন্ন ধারায়
সে যাই হোক-না, সবাই চলায়
সকলেই চলে এগোনোর তরে
এগিয়ে যাওয়াও হয় ধীরে ধীরে।


কে কেমন ভাবে মেপে যাবে পথ
বিভিন্ন প্রাণীর নিজ নিজ মত
যে যেমন জন্মেছে এ ভূবনে
তার চলা হবে জন্মকে মেনে।


এক-পা দুই-পা করে করেই তো
পা এর সংখ্যা বাড়ে অবিরত
কখন যে এসে যায় শেষ পা
সাথে সাথে শেষ হয় পথ মাপা।


সুবীর সেনগুপ্ত