চলতে চলতে পথ চিনে ফেলা


যে পথ খুঁজেছি, সে পথ পাইনি
যে পথ পেয়েছি, সে পথ চাইনি
খোঁজা ও পাওয়ার বিরোধের মাঝে
অবাক হয়েছি, হেরে তো যাইনি।


ভালবাসা পথ, পারিনি বুঝতে
হোঁচট খেয়েছি, চলতে চলতে
পেশার জন্য, যে যে পথগুলো
অল্প হলেও, চিনেছি সেগুলো।


যে পথ দোষের, সেদিকে চাইনি
সে পথের খোঁজ, কখনো করিনি
অনেক পথেই, পেয়ে গেছি সাথী
কিন্তু কাউকে, করিনি সারথী।


কিছু পথ দেখে, শুধুই ভেবেছি
কিছু বিস্ময়, মনেও ভরেছি
কেন গড়ে লোক, এই সব পথ!
তাদের কি নেই, সৎ অভিমত!


পথ অগুণিত, জীবনে চলার
বেছে নেওয়া, প্রয়োজন সব্বার
যার পছন্দে, বাছাবাছি নেই
বেপরোয়া হয়ে, সে তো চলবেই।


কোন প্রকরণে, খোঁজা হবে পথ!
এতে নিয়মের, হয় না শপথ
অনুশাসনের, ধারা মানলেই
পথ খুঁজে নেয়, এক অভিমত।


সামনেও পথ, পিছনেও পথ
ডান আর বাম, সেখানেও পথ
যাত্রাকে কেউ, ঠেকাতে পারে না
নির্ভুল পথ, বাছাও যায় না।


ভাবনাতে পথ, না আসেও যদি
চলি এক পথে, আমি নিরবধি
জীবন মানেই, চলা আর চলা
চলতে চলতে, পথ চিনে ফেলা।


সুবীর সেনগুপ্ত