চলতে হবে, স্বাধীন মনেই|
                     ||সুবীর সেনগুপ্ত||


দুর্ঘটনার দূর্গ গড়ে
আছিস কেন, তার ভিতরে!
              মনটা ভরে বিষণ্ণতায়  
              ভাবিস, বিপদ আসছে মাথায়|
দুর্ঘটনায় পড়িস নি তো
সেটার ভাবনা, কেনই এতো!
              পড়বি যখন দুর্ঘটনায়
              ভাবিস তখন, বাঁচার উপায়|
দুর্ঘটনা দুর্ঘটনাই
আসেই নাকি, প্রতি ক্ষণেই!
              'যেটাই ভাববি, সেটাই হবে'
              এটাই মেনে, চলতে হবে|
বাধ্যতা নেই, কি তুই ভাববি
জীবনটা তোর, তুই চালাবি|
              শুনবি আমার অভিজ্ঞতা!
              শুনলে বুঝবি, আমার কথা|
যখনি ভয়, ধরেছে মন
ভুল হয়েছে, কাজে তখন|
              জিজ্ঞাসা তুই করতে পারিস
              একে তাকে, যাকেই জানিস|
চলতে হবে, স্বাধীন মনেই
ভাবনা তো সব, যা এই ক্ষণেই|
              ভবিষ্যতে কিছুই তো নেই
              ভবিষ্যতের গঠন কাজেই|
তোমার আমার, চলার ধরণ
ভবিষ্যৎ, তাই করবে বরন|
              পণ করে ফেল,  আজকে এখন
              দুর্ঘটনা, আর নয় স্মরণ|
ছোট্ট এ কাজ, করেই দ্যাখনা!
বিনপয়সার, এই সাধনা|
              আমার কথায়, হলে সংশয়
              বদলে যাস না, রাখ মনে ভয়|
****    ****    ****    ****    ****