চলতেই হবে, চলতে থাকব
পরিশ্রমের পরেই থামব
শরীর ও মন রাখব সচল
ভাবনা চিন্তা করব  বদল|


খুঁজব না তো সুখের আঁচল
ধরব না তো মনেও বাদল
দেখব সাগর, চাইব না তল
করব না এই দৃষ্টি অচল|


বাঁচতে হবে, তাই তো বাঁচব
বাঁচার রশদ জোগাড় করব
বাঁচার সময় শেষ তো হবেই
শেষ আসলেই, জড়িয়ে ধরব|


কি কারণে বাঁচা, বেশী ভাবব না
যা আসে আসুক, খুশী বা বেদনা
যেটাই আসুক, চলে যাবে সব
সময়ের খেলা, কেন কলরব!


চলছি তো আমি, বেশ তো চলছি
হাসি কান্নাকে সাথেও নিয়েছি
মসৃন পথ নয় সবসময়
তাতে কি হয়েছে, মেনেও নিচ্ছি|


চলাটাই কাজ, থেমে থাকা নয়
বুঝেও গিয়েছি, চললেই হয়
চলতে চলতে কি হোলো না হোলো
ঢুকতে দিই না মনে সংশয়|


থাকব না বসে গালে হাত দিয়ে
কি হবে বিফল চিন্তা কে নিয়ে!
নিজের জীবন ভালবাসবই
চলব চলব ভরসা জড়িয়ে|