।।চরণ।।
      সুবীর সেনগুপ্ত


চরাচরে যত, চরণের স্থান
সবই তো চরণ, তবু এক নয়...
সব চরণের, কাজও সব এক
নিয়ে চলে দেহ, হেথায় হোথায়।


দেহ রকমারি, চরণ তো আছে
যদিও আলাদা, চলার ধরণ...
বিচরণ করে, সবাই চরণে
হলেও ভিন্ন, সব আচরণ।


চরণে শ্রদ্ধা, চরণে প্রণাম
চরণে পাদুকা, শোভা মণ্ডিত...
চরণ রহিত, জীবন অচল
যন্ত্রণা আর, জ্বালা অবিরত।


চরণ রাখেনা, বাঁচিয়ে এ প্রাণ
প্রাণ থাকলেই, চরণ সচল...
ডান আর বাম, এই দুই নিয়ে
চরণ গড়েছে, সক্ষম দল।


বাঁচা যায়, হলে চরণবিহীন
সে বাঁচায়, বাড়ে নির্ভরতা...
অতি প্রয়োজন, দুই চরণের
মেটাতে যে হবে, সক্রিয়তা।


দেখতেও চাই, শুনতেও চাই
অহরহ কিছু, বলতেও চাই...
যেতে কি চাই না! তোমরাই বলো!
চরণ না হলে, বাঁচা কি বাঁচাই!


যত্ন তো চাই, দুই চরণের
নইলে চরণ, হবেই বিমুখ...
এই চরাচরে, চরণ আনছে
তোমার আমার, হাসি হাসি মুখ।