চরণস্পর্শ করা তো আমার কর্ম নয়
চরণস্পর্শ করতেও আমি পাই না ভয়
চরণস্পর্শ করতে যখন এই মন চায়
চরণস্পর্শ করিও সহজে, নেই সংশয়|


চরণস্পর্শ বেঁধেও রাখেনি এই জীবন
চরণস্পর্শে হবে নাকি কেউ বিচক্ষন!
চরণস্পর্শ করাই উচিত অনুধাবন
চরণস্পর্শ করবই কার! আর কখন!


চরণস্পর্শ, নিয়মের মাঝে আসে কি!
চরণস্পর্শ, কাজের অংশ হয় কি!
চরণস্পর্শ, ভক্তির রূপ, নয় কি!
চরণস্পর্শ, নিজের বিষয়, ভয় কি!


চরণস্পর্শে, লাভ বা ক্ষতির নেই ঘ্রাণ
চরণস্পর্শে, বিকশিত হয় আমার প্রাণ
চরণস্পর্শে, হয় না দুঃখ অবসান
চরণস্পর্শ, অবাধ মনের অভিমান|


চরণস্পর্শ, করতে পাই না কোনো লাজ
চরণস্পর্শ, সুক্ষ  ধারার একটা সাজ
চরণস্পর্শ, বলতে পারোনা একটা কাজ
চরণস্পর্শ, যে করবে তার মনে বিরাজ|


চরণস্পর্শ, বেঁচে আছে বহু যুগ ধরে
চরণস্পর্শ, আছে সব বাঙালীর ঘরে
চরণস্পর্শ, উধাও হবে না হঠাৎ ঝড়ে
চরণস্পর্শ, যে করে, করেই সাধ করে|


চরণস্পর্শ, কর্মের সাথে যুক্ত নয়
চরণস্পর্শ, বিবেকের সাথে যুক্ত হয়
চরণস্পর্শ, মুক্ত হয়েই জীবনে রয়
চরণস্পর্শে, আমার জীবন পূর্ণতায়|


চরণস্পর্শ